প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ৪:৩৪
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে ইতালি থেকে আসা মোট ২১০ জনের কারও দেহে করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে ও রোববার (১৫ মার্চ) সকালে ইতালি থেকে ফিরে আসা মোট ২১০ জনের দিনভর জ্বর মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় এ সব তথ্য নিশ্চিত করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব