গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১১ জন
করোনাভাইরাস ঝুঁকি বিবেচনায় গোপালগঞ্জে বিভিন্ন দেশ থেকে আসা ১১ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ২ জন এবং কাশিয়ানীতে ৩ জন। শনিবার থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, ১১ জনের সবাই ইতালি, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব থেকে দেশে এসেছেন। তবে সবাই সুস্থ আছেন। তারা এখনো করোনাভাইরাসে আক্রান্ত হননি। তিনি আরও জানান, স্বাস্থ্য কর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।