মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৪দিন পরেও সন্ধান মেলেনি মোঃ সেলিম চৌধুরী-(৬০) নামের এক বৃদ্ধর। এদিকে তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন নিখোঁজ বৃদ্ধর পরিবার। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।
সাধারন ডায়রী ও নিখোঁজ বৃদ্ধর পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার গোপালপুর গ্রামের ফজল হক চৌধুরীর ছেলে মোঃ সেলিম চৌধুরী গত ০৯-০৩-২০ইং তারিখ সকালে গোপালপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়। কিন্তু ৪দিন পার হয়ে গেলেও সেলিম আর বাড়ি ফিরে আসেনি। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্নস্থানে খোঁজাখুজি শেষে কোথাও না পেয়ে নিখোঁজ বৃদ্ধর স্ত্রী সাজেদা বেগম বুধবার দিবাগত রাত ৮টার দিকে কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করেন। এ দিকে সেলিম চৌধুরীকে হারিয়ে তার পরিবার ও আতœীয় স্বজন পাগল প্রায়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, সেলিম চৌধুরী নিখোঁজের ঘটনায় থানায় ডায়েরি হয়েছে। তাকে খুজে বের করার চেষ্টা অব্যহত রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।