রাজধানীর মগবাজারে দিলু রোডে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, পাঁচতলা ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এছাড়া নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।