দেশের ৯০ শতাংশ লোকই দুর্নীতিগ্রস্ত: নারায়ণগঞ্জের জেলা জজ
দেশের ৯০ ভাগ লোকই দুর্নীতিগ্রস্ত টাউট বাটপার ও বদমাশ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে "ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আনিসুর রহমান আরো বলেন, আমার ব্যক্তিগত ধারণা, হাতে কয়েকজন লোক ভালো আছেন। প্রতিটা জায়গায় মানুষ হয়রানী হচ্ছে। দেশের ৯০ ভাগ লোকই দুর্নীতিবাজের পাশাপাশি টাউট বাটপার ও বদমাশ। এগুলি একদিনে নির্মুল হবে না। সবাইকে মিলে ভেজাল ও দুর্নীতি দমনে কাজ করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকার স্মৃতিচারণ করে তিনি বলেন, স্বাধীনতার পর দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সংগ্রামের পাশাপাশি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে নতুন সংগ্রামের ডাক দিয়েছিলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু কত-টা সোচ্চার ছিলেন তা বঙ্গবন্ধুর ভাষণগুলো লক্ষ্য করলে দেখা যায়। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তরুণ বয়স থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত সোচ্চার ছিলেন তিনি। তিনি দুর্নীতিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। দুর্নীতি নির্মূল ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর সেই কাজ অসমাপ্ত থেকে গেছে ১৯৭৫ সালে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।
তিনি আরও বলেন, এতো বছর পরও এ দেশে এখনও ঘুষ-দুর্নীতির সর্বগ্রাসী রূপ পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়নও হয়েছে এই দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন দেশ পরিচালনা করছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার এবং জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ দুঃখ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে। এটা হঠাৎ করে আসেনি। যুগ যুগ ধরে দুর্নীতি আমাদের দেশে ছিলো। বর্তমানে যদি দুর্নীতি রোধ করা না হয়; তবে দুর্নীতিবাজদের সংখ্যা ভালো মানুষদের ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দুর্নীতি রোধের ব্যাপারে সরকারের আরো কঠোর হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন। পাশাপাশি সকল সরকারি কর্মকর্তাদের সমাজের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে সবাইকে দুর্নীতির ব্যাপারে সতর্ক করে দেন।
নারায়ণগঞ্জ জেলার জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, সহকারি কমিশনার মেহেদি হাসান ফারুক, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এস এম মোরশেদ, সিনিয়র সহ-সভাপতি নূর আলম আকন্দ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শেখ, যুগ্ম-সম্পাদক মো. সোহেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা মাহমুদ, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা আক্তার হোসেন, কার্যকরি সদস্য মজিবুর রহমান, ইসমাইল হোসেন কাজল, সদস্য ইখলাস মোল্লা, দাউদ আরাফসহ সংশ্লিষ্টরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।