ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ফেনী থেকে কক্সবাজারমুখি স্টার লাইন নামক গাড়িটি একইমুখি অপর একটি গাড়িকে ওভারটেক করে এগুতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে।নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ যাত্রী। তাদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৪৫। রাত পৌনে ১২টা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি চিরিঙ্গা হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনায় আহত হয় ২৫ যাত্রী। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রাইভেট হাসপাতাল জমজমের চিকিৎসকরা জানান। আহতদের চকরিয়ার দুটি ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা ফেনী, কুমিল্লা, ভোলা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার সাথে সাথে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় পতিত গাড়ি থেকে চার যাত্রীর মরদেহ উদ্ধার হয়। আহত হয় অন্তত ২৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি হতাহতদের মালামাল নিরাপদ রাখতে পুলিশের একটি দলকে নিয়োজিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।