প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫৩
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ঘন কুয়াশার এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে টোল আদায় বন্ধ থাকায় সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুতে যান পারাপার বন্ধ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সড়কে আটকে আছে শতশত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক। হাজারো মানুষের চরম দুর্ভোগ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর চারটা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত টোল প্লাজায় টোল আদায় বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এছাড়া সকালে মহাসড়কের কালিহাতীর পরে সেতুর একলেনে টোল আদায় শুরু হলে একপাশে যানচলাচল শুরু হয়।
অন্যদিকে, সকাল ৭টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকাগামী ট্রাকের সাথে সেতুপূর্বগামী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে হতাহত না হলেও দুর্ঘটনার ফলে সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এস আই গাড়ি ড্রাইভার হাফিজুর রহমান বলেন, টোল বন্ধ রাখার কারণে এই যানজট সৃষ্টি হয়, যানজটের কারণে আমি ভূঞাপুর উপজেলার ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান বলেন , দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। টোলপ্লাজা খুলে দেয়ার পর সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
ইনিউজ ৭১/এম.আর