গত ২৫ জানুয়ারি ২০২০ তারিখ রাতে বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো মোসাঃ নুর বাহার (৫০), মোঃ হেলাল হোসেন (২৮) এবং মোঃ আব্দুর রাজ্জাক (১৮)।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ডেল পাড়ার সী বীচ এলকা সংলগ্ন একটি বাড়িতে তল্লাশী করে শপিং ব্যাগে রক্ষিত থাকা অবস্থায় উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃত সবাই কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য ঐ বাড়িতে মজুদ করে রেখেছিল এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।