
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৯

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখ রাত ০৮৩০ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন রামচরন বাজার এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত নাজিম মোল্লা বাহিনীর অন্যান্য সদস্যরা পালাতে সক্ষম হলেও নাজিম মোল্লা বাহিনীর প্রধান কুখ্যাত ডাকাত নাজিম মোল্লা (৪৬) এবং ০১ জন সক্রিয় ডাকাত সদস্য মো: সেলিম (৪৪) কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের আস্তানায় তল্লাশী চালিয়ে তাদের ব্যবহৃত অবৈধ ০১ টি একনলা বন্দুক, ০১ টি পাইরোটেকনিক ও ০১ টি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র, পাইরোটেকনিক ও ছুরি এবং ডাকাতদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
