
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ৪:৩৯

সম্প্রতি কুমিল্লায় ড. মিজানুর রহমান আজহারীর বেশ কয়েকটি মাহফিলে বক্তব্য রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে কুমিল্লায় কোন ওয়াজ মাহফিলে অংশ নিতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে প্রশাসন ওয়াজ মাহফিলগুলোতে বক্তব্য রাখার উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কুমিল্লার সকল মাহফিলে ড. আজহারীর ওয়াজ শোনার দাবি জানিয়ে নগরীর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে মাওলানা আজহারী সমর্থক ফোরাম। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তারা কুমিল্লায় আজহারীর আগামী মাহফিলগুলোতে বক্তব্য রাখার দাবি জানান।
ইনিউজ ৭১/এম.আর
