
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০:২৩

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর পরিষ্কার রাখতে আধুনিক যন্ত্রপাতি কেনা হবে। এজন্য পরিকল্পনা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ধুলাবালিমুক্ত পরিচ্ছন্ন ঢাকা মহানগরী গড়া সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন) প্রধান করে একটি কমিটি করা হচ্ছে। এই কমিটি সিটি কর্পোরেশনকে পরিষ্কার রাখার জন্য যে সব লজিস্টিক সাপোর্ট দরকার হবে, যেমন সুইপিং মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি আমাদের চেয়ে এগিয়ে থাকা দেশগুলো কী কী পদ্ধতিতে কাজ করে সেটা সম্পর্কে তথ্যগুলো কমিটি নেবে। সেসব তথ্য নিয়ে ওয়ার্কআউট করে বের করবেন সেখানে কী কী যন্ত্রপাতি লাগবে, কী কী লোকবল লাগবে, কখন করবে- এসব বিষয়ে সুপারিশ করবে কমিটি।’
তিনি বলেন, ‘কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। এছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রাজউক, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।’
তাজুল ইসলাম বলেন, ‘আজকে যে আলোচনা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে কীভাবে ইমিডিয়েটলি (জরুরি) শহরকে ধুলাবালি ও আবর্জনা মুক্ত করা যায়, সে বিষয়ে সুপারিশ দেবে কমিটি। ধুলাবালি ও আবর্জনা মুক্ত করতে কী কী ধরনের যন্ত্রপাতি দরকার, এজন্য দেশি-বিদেশি কনসাল্টিং ফার্মের সঙ্গে যোগাযোগ করবে কমিটি। তারা ওয়ার্কআউট করে এক সপ্তাহের মধ্যে আমাদের একটি রিপোর্ট দেবেন।’
স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘খননকারী প্রতিষ্ঠানগুলোতে স্ব স্ব দায়িত্ব নিয়ে রাস্তা খনন করতে নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করছি। রাজউকের যেসব নতুন ভবন হচ্ছে আশপাশে সেগুলো থেকে যাতে ধুলাবালি সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা নির্দেশনা দিতে পারি।’

তিনি বলেন, ‘মেট্রোরেল প্রকল্পের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব সেখানে যাতে ধুলাবালি না হয়। যদিও তারা জানিয়েছে প্রকল্প এলাকায় চারবেলা পানি ছেটানো হয়।’ সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।