
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৯

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রান্তিক চাষিদের কাছ থেকে ২০১৯/২০ মৌসুমের আমন ধান ক্রয়করা শুরু হয়েছে। ইন্দুরকানী খাদ্য গুদামে ১৯ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ ধান ক্রয়য়ের শুভ সুচনা করেন। এসম উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা,উপজেলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুহিব্বুল্লা, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী আবুল কালাম, ওসিএল এসডি হুমাউন কবির প্রমুখ।
উপজেলার প্রান্তিক চাষিদের কাছ এবছর আমন ধান ক্রয় করবে সরকার প্রতি কেজি ২৬ টাা দরে স্থানিয় প্রশাসনের মাধ্যমে এই ধান সংগ্রহ করা হবে। এবছরই প্রথম এই উপজেলায় আমন ধান ক্রয় করা হচ্ছে। এই উপজেলায় আমন সংগ্রহের লক্ষমাত্রা ৪০১ মেট্রিক টন নির্ধান করা হয়েছে বলে কতৃপক্ষ জানান। প্রান্তিক চাষি রুহুল আমিনের কাছথেকে ১০ মন ধান ক্রয়ের মাধ্যমে এই আমন ধান সংগ্রহ শুরু হল।
ইনিউজ ৭১/এম.আর
