
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু এ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।
এসময় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ প্রমুখ। রবি/২০১৯-২০ মৌসুমে ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন মুখ গ্রীষ্মকালীন মুখ উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
