নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু, প্রতিবাদে রাস্তায় শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০১৯ ০৩:১৮ অপরাহ্ন
নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু, প্রতিবাদে রাস্তায় শিক্ষকরা

নেছারাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত শিক্ষক রিপন হাওলাদারের মৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক শিক্ষকরা।

মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে উপজেলা পরিষদে সামনে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অংশ নেয়। 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক রিপন হাওলাদার উপজেলার দক্ষিন জলাবাড়ী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে চাকরি করতেন। মানববন্ধনে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত শিক্ষক রিপন হাওলাদারের মৃত্যুর ঘটনার সাথে জড়িত বাস চালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা সহ নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবী জানানো হয়। দাবী না মানলে অন্যাথায় দ্রুত আরো কর্মসূচী ঘোষণা করে রাস্তায় প্রতিবাদ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ মো. নুরুল আমীন, অশোক কুমার দাস, আব্দুল হালিম, সীমা রানী হালদার, মিথিলা আক্তার, রফিকুল ইসলাম রুমি, শাহনাজ জুয়েল, মো. রফিকুল ইসলাম, ও ঝালকাঠির পিটিআই’র প্রশিক্ষনরত রিপনের সহযোগী শিক্ষক সাদেক হোসেন প্রমুখ। 

উল্লেখ্য গত ২২ নভেম্বর উপজেলার দক্ষিণ জলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন হাওলাদার মোটরসাইকেল যোগে সদর উপজেলা থেকে গ্রামের বাড়ী যাচ্ছিলেন।  যাবার সময় দক্ষিন স্বরূপকাঠি এলাকায় পৌছলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক রিপন হাওলাদার

ইনিউজ ৭১/টি.টি. রাকিব