প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ৩:১৪
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশব্যাপী শ্রমিকদের ধর্মঘটের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি'কে (বিআরটিএ) দায়ী করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান। শুক্রবার (২২ নভেম্বর) পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
আগামী শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে আবারও পরিবহন শ্রমিক নেতারা তাদের দাবিগুলো নিয়ে বৈঠকে বসবেন বলেও সাংবাদিকদের জানান শাজাহান খান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব