পরিবহন ধর্মঘটের জন্য বিআরটিএ-কে দুষলেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০১৯ ০৯:১৪ অপরাহ্ন
পরিবহন ধর্মঘটের জন্য বিআরটিএ-কে দুষলেন শাজাহান খান

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশব্যাপী শ্রমিকদের ধর্মঘটের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি'কে (বিআরটিএ) দায়ী করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান। শুক্রবার (২২ নভেম্বর) পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

শাজাহান খান বলেন, "নতুন সড়ক পরিবহন আইন নিয়ে বিআরটিএ থেকে যে লিফলেট ছাড়া হয়েছে সেখানে চালকদের জন্য ১৩ ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এই লিফলেটের কারণেই চালকরা ঘাবড়ে গিয়ে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু করেন।" "চালক বাদে পথচারীদের জন্যও বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে নতুন এই সড়ক আইনে। কিন্তু বিআরটিএ-র লিফলেটে সে সম্পর্কে কোনো উল্লেখ ছিল না", যোগ করেন তিনি।

আগামী শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে আবারও পরিবহন শ্রমিক নেতারা তাদের দাবিগুলো নিয়ে বৈঠকে বসবেন বলেও সাংবাদিকদের জানান শাজাহান খান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব