‘প্যারোল নয়, আদালতের মাধ্যমেই খালেদার জামিন চাই'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা অক্টোবর ২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
‘প্যারোল নয়, আদালতের মাধ্যমেই খালেদার জামিন চাই'

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বরাত দিয়ে আইনজীবী জয়নুল আবেদন বলেছেন, খালেদা জিয়া সরকারের অনুকম্পায় প্যারোলে মুক্তি চান না। তিনি আদালতের কাছে জামিন চান। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার। জামিনের হকদার। জয়নুল আবেদীন বলেন, যে দুই মামলায় খালেদা জিয়া কারাগারে আছেন। সে মামলায় তিনি নির্দোষ। সরকার খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই মূলত কারাগারে রেখেছে। কারাগারে খালেদা জিয়া দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা।

তিনি বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি,তখনই সরকার জামিন নিয়ে জোড়ালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকতার কাছে আহবান জানাবো আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানায়। খুব শিঘ্রই খালেদা জামিন আবেদন নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব