ভোল পাল্টে এবার চলমান অভিযানের পক্ষে হুইপ শামসুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৭ অপরাহ্ন
ভোল পাল্টে এবার চলমান অভিযানের পক্ষে হুইপ শামসুল হক

জুয়ার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেয়া বিতর্কিত হুইপ শামসুল হক এবার ভোল পাল্টিয়ে বলেছেন চলমান অভিযানে পক্ষে তিনি। শুক্রবার বিকেলে ঢাকা থেকে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসার পর নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী যাচাই বাছাই করে তাকে মনোনয়ন দিয়েছেন।কিন্তু একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট করছে।'

তিনি বলেন, 'ঘুষখোর, দুর্নীতি, টাকা পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের পক্ষে আমি। কারণ আমার নেত্রীর বিরুদ্ধে আমি যেতে পারবো না কখনোই।' এ সময় তিনি তার পূর্বের বক্তব্যের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।  

এই সময় তিনি জাতীয় পার্টি ও যুবদল করার কথা অস্বীকার করেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে বিমান বন্দর ত্যাগ করেন। সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউজে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের বিপক্ষে মন্তব্য করেন। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া হুইপপুত্র নাজমুল হক শারনের বিরুদ্ধেও রয়েছে আওয়ামীলীগের এক প্রবীন নেতাকে হুমকির অভিযোগ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব