ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপত করলেন গ্রামবাসী। আজ বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারের মাঠে "দাঙ্গা মুক্ত সরাইল গড়ার লক্ষ্যে" পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামবাসীর উদ্যোগে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটোর পরিকল্পনায় দেশীয় অস্ত্র সমর্পনও শান্তির পক্ষে শপথ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, প্রধান অতিথি ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, বিশেষ অতিথি ছিলেন, পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ইউপি সদস্য মোঃ ইজ্জত আলী পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ রতন মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, ১ং ওয়ার্ড মেম্বার মোঃ লাইয়েস মিয়া, সমাজসেবক আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজলু মিয়া, ইউপি সদস্য মোঃ সুমন মুন্সী, বিটঘর বাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন চিশতী, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল মিয়া, গাজী মুজিবুল হক দুলু প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে পাঠকরেন হাফেজ মোঃ এনামুল, পরে শান্তির পক্ষে শপত ও অস্ত্র সোপর্দ করেন উপস্থিত গ্রামবাসী। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ, গণমাধ্যম ব্যক্তি, ও গ্রামের সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।