সরাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০১৯ ১০:১২ অপরাহ্ন
সরাইলে দুর্গাপূজা উদযাপন  উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০১৯ সুষ্ঠু ওশান্তিপুর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ব্রাহ্মণবাড়িযা জেলার সরাইলে এবছর ৪৬ টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষ্যে ( ১৯ সেপ্টেম্ব) বৃহস্পতিবার দুপুর বারটায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামন্ডপের সাথে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের পাঁচ জন চেয়ারম্যান  উপস্থিত থেকে বক্তব্য দেন,  সরাইল সদর ইউপি চেয়ারম্যান  আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলি, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব উদ্দিন রাজ্জি,শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন।উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুবীমল ধর (অনু), সাধারণ সম্পাদক বাবু ঠাকুর ধন বিশ্বাস,  বাবু সঞ্জীব দেবনাতও বাবু দিলীপ চন্দ্র বনিকসহ ৪৬ টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মীগণ । সরাইল থানা সুত্রে জানাযায়   উপজেলার ৪৬টি পুজামন্ডে পুলিশের প্রতিদিন পরিদর্শন অব্যাহত রয়েছে।