
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
