জয়পুরহাটের পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে হা-ডু-ডু’র ফাইনাল খেলা ও মহান বিজয়ের মাস উদ্যাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাটাপুকুর গ্রামের যুব সমাজের উদ্যোগে কাটাপুকুর গ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার মহান বিজয়ের মাস উদ্যাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি থানা যুব দলের সাবেক সভাপতি, উচাই জেরকা এসএসসি উচ্চবিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক সামছুল হুদা দুলাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। প্রধান মেহমান অতিথির বক্তব্য রাখেন কুসুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, হাকিমপুর হাতিশাল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মাছুদুল আলম মোহন,উড়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজায়ানুল করিম বাবু,সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, যুব নেতা রাকিব হোসেন মন্ডল, জেলা যুব দলের সাবেক সদস্য সুলতান আহম্মেদ ও নোহা গ্রুপ অব কোম্পানীর জোনাল ম্যানেজার জয়নুল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ইলিয়াস হোসেন।
খেলা শেষে হা-ডু-ডু’র ফাইনাল খেলা বিজয়ীদল কে একটি বড় খাসি ও পরাজিত দলকে একটি ছোট খাসি তুলে দেওয়া হয় ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।