
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২১

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১০টি আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব ফ্লাইটকে বিকল্প হিসেবে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
