
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

নির্বাচন কমিশনের (ইসি) আগামীকাল রবিবারের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হিসেবে নিবন্ধনের নথি উপস্থাপন করা হবে। তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হওয়ায় বিষয়টি কমিশনের সিদ্ধান্তের জন্য তোলা হচ্ছে।
