
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩২

দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক-এর পরিচালক ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব, সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার বলেছেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরণের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেবে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় ‘ফুটসাল ইনডোর স্টেডিয়াম’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
