
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২:৪৩

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই শ্লোগানকে সামনে রেখে বরগুনায় বর্জ্য ও পয়ঃনিস্কাশন কর্মীদের আর্থ সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে এডিসমশা ও ডেঙ্গুরোধে আবর্জনা মুক্ত পরিবেশ গঠনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় বরগুনা নাথপট্টি লেক প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকাল ৫.০০ টায়।
অনুষ্ঠানে বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আশরাফ উদ্দিন, ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন ও মনিরুজ্জামান জামাল, বরগুনা হোমিও প্যাথিক মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ আবুল কালাম আজাদ, পৌরসভার সচিব প্রমুখ।

