বরগুনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৩ অপরাহ্ন
বরগুনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই শ্লোগানকে সামনে রেখে বরগুনায় বর্জ্য ও পয়ঃনিস্কাশন কর্মীদের আর্থ সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে এডিসমশা ও ডেঙ্গুরোধে আবর্জনা মুক্ত পরিবেশ গঠনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় বরগুনা নাথপট্টি লেক প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকাল ৫.০০ টায়।

অনুষ্ঠানে বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল  আশরাফ উদ্দিন,  ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন ও মনিরুজ্জামান জামাল, বরগুনা হোমিও প্যাথিক মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ আবুল কালাম আজাদ, পৌরসভার সচিব প্রমুখ। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে জেলা প্রশাসক বলেন,  নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে শুধু পৌরসভা বা জেলা প্রশাসন প্রতিদিন পরিস্কার করবেনা। তিনি আরো। বলেন আমরা বরগুনাকে ময়লা আবর্জনা মুক্ত একটি আধুনিক বরগুনা গড়তে। আমরা কোন অবৈধ দখলদারকে সহ্য করবো না। কোন যায়গা ময়লা করলে তাকে মোবাইল কোর্টের আওতায় শাস্তি দেয়া হবে। অনুষ্ঠান শেষে বরগুনা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ডাস্টবিন বিতরন করা হয়।