দৈনিক দেড় হাজার ছিন্নমূল মানুষকে খাবার সরবরাহ করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট। অসহায় মানুষের সুখ দুঃখর অংশীদার হতে এই গত তিন মাস আগ থেকে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে আসছেন তিনি।
রাজধানীর কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রের সামনে দেখাগেছে নানা শ্রেণী পেশার কয়েক’শ সুবিধা বঞ্চিত মানুষের ভিড়। এর বেশির ভাগ ছিল রিকশাওয়ালা, নেশাখোর ও ছিঁচকে চোর। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাতের খাবার খেতে আসতেনতারা। তাদের খাবারের মেন্যুতে থাকত ভাত, মাংস, ডাল ও সবজি।
একদিকে লাইনে দাড়িয়ে খাবার সংগ্রহ করছেন, অন্যদিকে খাবার খেয়ে যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। তাদেও প্লেটে খাবার বেরে দিচ্ছেন যুবলীগের নেতা-কর্মীরা।
অভিযোগ রয়েছে যত ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ সকল অপকর্মের টাকার ভাগ তিনি পেতেন। আর এই অপকর্মের টাকা হালাল করতে তিনি বিভিন্ন ছিন্নমূল মানুষের জন্য খাবার সরবরাহ করতেন। তাই তার এই বিপদের সময় সকল রিক্সাওালারা এক সাথে বিক্ষোভ নামতে যাচ্ছে।
শোনা যাচ্ছে ঢাকার সকল রিক্সাওালা রিক্সা বন্ধ করে বিক্ষোভ করতে যাচ্ছে। সম্রাটের সভাপতিত্ব টিকিয়ে রাখতে তারা এই বিক্ষোভের ডাক দিতে যাচ্ছেন।