ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ০৪:৫৭ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর বারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর  রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, ডা.মো: কামরুজ্জামান ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু প্রমূখ।

পরে তারা খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। অভিযানে সিপিপি সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব