মশা নিধনে এখন থেকে বাইক চড়ে স্প্রে করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গুলশান ২ এ আয়োজিত সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ শেষে এ কথা বলেন তিনি। এ সময় গুলশানের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মেয়র আতিকুল।
এ সময় মেয়র বলেন, সিটি করপোরেশনের মশানিধন কর্মী দুজন থেকে পাঁচজন করা হবে। এখন থেকে মশা নিধন করতে বাইক দিয়ে স্প্রে করা হবে। যাতে অতি দ্রুত এডিস মশার প্রজনন ধ্বংস করা যায়।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার আহবান জানান মেয়র আতিকুল ইসলাম। এছাড়া, উত্তরের সকল স্বাস্থ্য কেন্দ্রে গুলোকে ডেঙ্গুরোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।