কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজারে র্যাব অভিযান চালিয়ে এক হাজার আটশত পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য নয় লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। এ সময় আটক করা হয় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা সৈয়দ আলমের ছেলে জিয়াবুর রহমান (২৮),আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ উসমান (১৯) ও মৃত নূর আহমদের ছেলে পুতুল আমিন (৩৪)। র্যাব জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট বসানো হয়।
কক্সবাজারের র্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেন।আটক রোহিঙ্গাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে। এদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিদের সোপর্দ করা হয়। র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।