গাজীপুর অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩১শে জুলাই ২০১৯ ০২:১৫ অপরাহ্ন
গাজীপুর অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

৩১ জুলাই ২০১৯, বুধবার সকালে নগরীর হারিকেনস্থ এলাকায় অবস্থিত অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রথম ক্যাম্পাসের প্রধান শিক্ষক তরুন শিক্ষাবিদ মোঃ ফরিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, ভাইস চেয়ারম্যান তোবারক হোসেন রনি, পরিচালক (অর্থ) মোঃ ওয়াজেদ আলী, সহ: প্রধান শিক্ষক মোঃ সাজু মিয়া, মোহাম্মদ সুজন আলী প্রমুখ। 

বিদায়ী শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম তাঁর অত্র বিদ্যালয়ের দীর্ঘ সময়ের কর্মময় জীবনের কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সকলের কাছে ছোটখাটো ভুলত্রুটির জন্য ক্ষমা চান এবং শিক্ষার্থীদের সুন্দর জীবন কামনাসহ নিজের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। সকল বক্তারা বিদায়ী শিক্ষকের ভুয়সী প্রশংসা করেন এবং সামনে তিনি যেন আরোও সুন্দর জীবনের অধিকারী হন সেই কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল বিদায়ী সংবর্ধনা শিক্ষার্থীদেরকে আবেগঘন, আপ্লুত ও অশ্রুসিক্ত করে, সেই সঙ্গে উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।

ইনিউজ ৭১/এম.আর