বরিশালের গৌরনদীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। জানাযায়, ঢাকায় খিলগাও মেয়ের(মিনারা বেগম) বাসায় অবস্থানকালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৌরনদীতে এসে মঙ্গলবার রাত পৌনে ৯ টায় উপজেলার আশোকাঠী গ্রামের আব্দুল মান্নান ফকিরের স্ত্রী দুই সন্তানের জননী আলেয়া বেগম মারা যায়।
ডেঙ্গু রোগে আক্রান্ত মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম মির্জা। ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত আলেয়া বেগমের ভাসুর পুত্র ও গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, তার চাচা আব্দুল মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগম ঢাকায় ছিলেন। গত সোমবার গৌরনদীতে ফিরে এসে মেয়ে ঝর্ণা আক্তার ওরফে ঝুনুর আশোকাঠি গ্রামের বাড়িতে অবস্থান নেন। ঢাকায় বসে সে জ্বরে আক্রান্ত হন তিনি। মঙ্গলবার বিকেলে আলেয়া বেগম চিকিৎসা নেয়ার জন্য স্থানীয় চিকিৎসক ডাঃ সুকদেব কুন্ডের কাছে যান।
এ সময় চিকিৎসক সুকদেব তাকে এনএস-১ পরীক্ষার জন্য একটি উপজেলার এবি সিদ্দিক ডায়গনিষ্টিক সেন্টারে পাঠান। সেখানে পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টে ডেঙ্গু ধরা পরে। পরবর্তিতে সে গুরুতরভাবে অসুস্থ্য হয়ে পরলে তাকে স্বজনরা রাত পোনে ৯ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবুল আলম মির্জা জানান, আলেয়া বেগমকে হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে। তার রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে তার রক্তে এনএস-১ বিদ্যমান ছিল অর্থাৎ পজেটিভ পাওয়া যায়। সম্ভবত ঢাকায় আক্রান্ত হওয়ার পরে সে চিকিৎসা না নিয়ে গৌরনদীতে এসে চিকিৎসকের শরনাপন্না হয়। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।