
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ৫:২৫

রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ১৫ তলা একটি ভবনের দশম তলার বারান্দার কার্নিশে ঝুলে ছিল এক কিশোরী। ভবনটি অধিক উচ্চতার হওয়া প্রথমে বিষটি খেয়াল করতে পারিনি পথচারীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সেখানে উৎসুক মানুষের জটলা বাধে। খবর পেয়ে আসে পুলিশও। ততক্ষণে বারান্দারা গ্রিলের জানালা খুলে মেয়েটিকে উদ্ধার করেন ওই নারী। তবে ঘটনাটি কি ছিল যার জন্য এই কিশোরী কার্নিশে ঝুঁকি নিয়ে ঝলেছিল। পুলিশ জানায়, খাদিজা (১৪) নামের এই কিশোরী দশ তলায় বি-১০ ফ্ল্যাটে হাবিবুর রহমান ও লাভলী রহমানের গৃহকর্মী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব