ফার্ম ফ্রেশ ও প্রাণের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে আইনগত কোন বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উৎপাদন ও বাজারজাত বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন প্রাণ, ফার্মফ্রেশসহ ১৩ কোম্পানি।
তবে এদিন শুধু দুই কোম্পানির বিষয়ে আদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি নুরুজ্জামান ননী। কাল বাকি ১১ কোম্পানির বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত রোববার (২৮ জুলাই) লাইসেন্সপ্রাপ্ত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধে সীসা ও অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব থাকায় সব কোম্পানির দুধ উৎপাদন,বিপণন ও বিক্রির ওপর ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। এরই মধ্যে এ আদেশের বিরুদ্ধে আপিল করে মিল্কভিটা,ফার্মফ্রেশ ও প্রাণ দুধ বাজারজাত ও বিক্রির সুযোগ পেলো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।