গুজবে গণপিটুনিতে মৃত্যুবরণ করা মিনু মিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ০৩:২৯ অপরাহ্ন
গুজবে গণপিটুনিতে মৃত্যুবরণ করা মিনু মিয়ার দাফন সম্পন্ন

টাঙ্গাইলে কালিহাতীতে ছেলেধরা গুজবে নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভ্যান চালক মিনু মিয়ার দাফনকার্য্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এতে হাজারো মানুষ অংশ গ্রহণ করে। এদিকে ময়নাতদন্তে শেষে ঢাকা থেকে মধ্যরাতে মিনুর মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়।

পরে সকাল থেকেই মিনুর মরদেহ একনজর দেখতে মানুষের ঢল নামে। এসময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। তারা মিনুর পরিবারের ভরণপোষণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মিনুর স্ত্রী জানান,আমার উপার্জনের কোন পথ নেই। কেউ ‍যদি কোন সহযোগিতা না করে,তাহলে সন্তান নিয়ে না খেয়ে থাকা ছাড়া কোন উপায় নেই। 

উল্লেখ্য: ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে মিনু মিয়া (২১ জুলাই) রবিবার জেলার কালিহাতী উপজেলার সয়া হাটে মাছ ধরার জাল কিনতে যান তিনি। সেখানেই ছেলেধরা গুজবে কয়েকদফায় নির্মম নির্যাতনের শিকার হতে হয় তাকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়।

পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবির্তিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থেকে গত কাল ২৯ জুলাই সোমবার সকাল দশটায় মারা যান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব