ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ০১:১২ অপরাহ্ন
ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলাম নাহিদের স্ত্রী ফারজানা হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে মারা গেছেন। গত রাত ১টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এনিয়ে ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ এ। এদের মধ্যে ৬ জনই নারী। অপরদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ইনিউজ ৭১/এম.আর