ডেঙ্গুর কাছে হেরে গেলেন ফারজানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ০১:০৮ অপরাহ্ন
ডেঙ্গুর কাছে হেরে গেলেন ফারজানা

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন ফারজানা হোসেন নামে এক নারী মারা গেছেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে। যার মধ্যে ছয়জনই নারী। ফারজানা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।

ডেঙ্গুতে আক্রান্ত হলে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয় ফারজানাকে। পরে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ফারজানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল খান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে ফারজানার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।

ইনিউজ ৭১/এম.আর