
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ৪:৫২

চার টাকায় ওষুধ ১০০ টাকায় বিক্রি, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় উত্তরার অভিজাত হাসপাতাল লুবানা জেনারেল হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযান শেষে সারওয়ার আলম বলেন, ‘হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ণ বিভিন্ন সার্জিক্যাল জিনিস পাওয়া গেছে। এছাড়া খুবই নোংরা পরিবেশে তারা বিভিন্ন অপারেশন করছিল। ওটিতে তারা খাওয়া দাওয়া পর্যন্ত করত।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব