
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ৪:১৫

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে মশা মারার স্প্রে বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২৯ জুলাই) দুপুরে নগরীর সুরিটোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে মশা মারার স্প্রের কার্টন তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ
রপর একযোগে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্টন বিতরণ করা হয়।এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মশা মারার স্প্রে বিতরণ করা হবে বলে জানানো হয়। ডিএসসিসি’র সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, নিয়মিত মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও ট্যাক্স পরিশোধকারীদেরকে বিনামূল্যে মশা মরার স্প্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য এসিআই কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ হাজার অ্যারোসল কিনেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরবাসী তার বাসা বাড়িতে কিছুটা হলেও মশা থেকে মুক্তি পাবে। এসময় মেয়রের সঙ্গে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব