পটুয়াখালীর বাউফলে ব্যাবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ রাত ৯.৪৫ মিনিটে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, ঊপজেলার নাজিরপুর ৪ নং ওয়ার্ড বাসিন্দা জব্বার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫) বাঊফল পাবলিক মাঠ পূর্ব পাশে চায়ের দোকান করত। প্রতিদিনের মত আজ দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পশ্চিম পাশে দুর্বৃত্তরা চোখ বেধে গলায় ও পেটে ঊপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায়।
এ সময় পথচারীরা শহিদুলকে আহত অবস্থায় বাঊফল হাসপাতালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আহত শহিদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। বাঊফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।