
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ৩:০

সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রাথমিকভাবে ৪৪০ হিন্দু রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। আজ রোববার দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে এ তথ্য জানান। গতকাল শনিবার থোয়ের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং ক্যাম্প গিয়ে দুই দফায় বৈঠক করেন। আজ তারা আবার সেখানে তৃতীয় দফায় বৈঠক করেন। এ বৈঠক শেষে মিয়ানমারের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। মিন্ট থোয়ে বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রস্তুতি সম্পর্কে রোহিঙ্গাদের জানিয়েছি। একই সঙ্গে তিন দফায় বৈঠকে রোহিঙ্গাদের দাবিগুলোও আমরা জেনেছি। প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার তিন ক্ষেত্রে আলোচনা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব