যশোরের ডিবি পুলিশের মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের নাসিরউদ্দিন ধাবকের ছোট ছেলে সোলায়মান(২২) কে আটক করা হয়েছে।
শুক্রবার(২৬ জুলাই) সকালে যশোরের জেলা গোয়েন্দা শাখার এস,আই মুরাদ হোসেন ও শামীম হোসেন সহ সঙ্গীও ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের এক বিশেষ অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিছ ফেনসিডিল ও ১২০ পিছ ইয়াবা সহ সোলায়মানকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়েছে বলে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
উক্ত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওবায়দুর রহমান(৪২) ও আসানুর রহমান(৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহমেদ বলেন, ডিবি পুলিশের এস,আই মুরাদ হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় পৃথকভাবে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র আইনে মামলা করা হয়েছ। যার মামলা নং ৬২ ও ৬৩ পরবর্তীতে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।