
প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ০:৫২

যশোরের ডিবি পুলিশের মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের নাসিরউদ্দিন ধাবকের ছোট ছেলে সোলায়মান(২২) কে আটক করা হয়েছে।
শুক্রবার(২৬ জুলাই) সকালে যশোরের জেলা গোয়েন্দা শাখার এস,আই মুরাদ হোসেন ও শামীম হোসেন সহ সঙ্গীও ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের এক বিশেষ অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিছ ফেনসিডিল ও ১২০ পিছ ইয়াবা সহ সোলায়মানকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়েছে বলে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব