আগৈলঝাড়ায় ২১পিচ ইয়াবাসহ আব্দুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ২৬শে জুলাই ২০১৯ ০৩:১১ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ২১পিচ ইয়াবাসহ আব্দুর রহমান গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবাসহ আব্দুর রহমান মারামত (২৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুর রহমান উপজেলার গৈলা ইউনিয়নের  উত্তর শিহিপাশা গ্রামের শামসুল হক মারামাতের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ইয়াবা কেনা বেচার গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এসআই নাসির উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গুপ্তেরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে  আব্দুর রহমান মারামাতকে ২১পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেন নং-৯(২৫.৭.১৯)।
শুক্রবার সকালে গ্রেফতারকৃত আব্দুর রহমানকে আদালতে হাজির করলে আদালতে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।