পিরোজপুরের ইন্দুরকানীতে হত্যা, ডাকাতি সহ ছয় মামলার আসামী আঃ জলিল হাওলাদার (৪৫) ওরফে রগ কাটা জলিল কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আঃ জলিল উপজেলার কালাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেল। ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের স্ত্রী নাজমা বেগম জনান, বুধবার (২৪ জুলাই) রাত আনুমানিক পৌনে এগারটার দিকে কালাইয়া গ্রামের নিজ বাড়ি থেকে আমার স্বামী জলিল কে স্থানীয় দুই যুবক ডেকে নিয়ে যায়। পরে রাত আনুমানিক ২ টার দিকে কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে সতীশ চন্দ্র মন্ডলের বাড়িতে শিবেশ্বরের বসত ঘরের পাশে ডাক চিৎকারের শব্দ শুনে শিবেশ্বরের স্ত্রী বাইরে নেমে দেখে এক ব্যাক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে গোমড়াচ্ছে। এসময় ঐ বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে জলিলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে বৃহস্পতিবার সকালে নিহত জলিলের মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা যায়, জলিলের ঘাড়, হাত, মাথা ও পিঠে ৯টি কোপের চিহ্ন রয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানাসহ দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি সহ ৬ টি মামলা রয়েছে।ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ধারনা করা হচ্ছে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা জলিলকে কুপিয়ে খুন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এখন ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।