রাজধানীর বনানীতে ইউসিবি ব্যাংকের পাশে শরিফ প্লাজা নামে একটি বহুতল ভবনের সিঁড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটি আটকাপড়া মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিজেরাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রোববার দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়। তবে আমাদের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।