অবশেষে আইনি সহায়তা পাচ্ছেন মিন্নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২০শে জুলাই ২০১৯ ০৬:৫৫ অপরাহ্ন
অবশেষে আইনি সহায়তা পাচ্ছেন মিন্নি

বরগুনায় আলোচিত  রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও হত্যা মামলার আসামী নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা প্রদানের লক্ষে আইন ও সালিশ কেন্দ্রর একটি টিম ঢাকা থেকে বরগুনায় এসেছে।  শনিবার (২০ জুলাই) বিকেল তিন টার দিকে তারা মিন্নির বাসায় এসে পৌছানোর খবর পাওয়া গেছে 

আইন ও সালিশ কেন্দ্রের টিমে সদস্য সংখ্যা চার জন। তারা হলেন- আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র স্টাফ ল-ইয়ার অ্যাডভোকেট আবদুর রশীদ, সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবীর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান, তদন্তকারী হাসিবুর রহমান।  আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র স্টাফ ল-ইয়ার অ্যাডভোকেট আবদুর রশীদ বলেন, আমরা মূলত মিন্নিকে আইনি সহায়তা প্রদানের সহযোগীতা করার জন্য ঢাকা থেকে এসেছি। আমরা মিন্নির বাবার সাথে কথা বলেছি। 

বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম বলেন, " আইন ও সালিশ কেন্দ্রের টিমের সাথে আমার কথা হয়েছে। আমি আগামীকাল বোরবার আদালতে মিন্নির জামিনের জন্য আমি শুনানী করবো। তারা আমাকে সহযোগিতা করবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব