
প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ০:৫৫

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও হত্যা মামলার আসামী নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা প্রদানের লক্ষে আইন ও সালিশ কেন্দ্রর একটি টিম ঢাকা থেকে বরগুনায় এসেছে। শনিবার (২০ জুলাই) বিকেল তিন টার দিকে তারা মিন্নির বাসায় এসে পৌছানোর খবর পাওয়া গেছে
বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম বলেন, " আইন ও সালিশ কেন্দ্রের টিমের সাথে আমার কথা হয়েছে। আমি আগামীকাল বোরবার আদালতে মিন্নির জামিনের জন্য আমি শুনানী করবো। তারা আমাকে সহযোগিতা করবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
