পটুয়াখালীর বাউফলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক সভায় মিলিত হয়।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পিকে সাহা, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, তথ্য সেবা অফিসার সঙ্গিতা সরকার, কেয়ার বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ও এস টিভি বাংলা বাউফল প্রতিনিধি এম মনিরুজ্জামান হিরোন। এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাউফল কর্মরত সাংবাদিক বৃন্দ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।