দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০১৯ ০৪:৫০ অপরাহ্ন
দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় রিপন নামের ১ মরগি ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কার্ভাট ভ্যান চালক আবদুর রহমান। বৃহস্পতিবার সকালে উপজেলার মোল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, বরিশাল থেকে পল্ট্রি কাভার্ড ভ্যানে মুরগি নিয়ে পটুয়াখালীর বাউফল যাচ্ছিল। পথিমধ্যে দুমকির মোল্লাখালী এলাকায় পৌছলে ওই যানটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মুরগির মালিক রিপনকে গুরুতর অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর আহত চালক আবদুর রহমানকে চিকিৎসার জন্য বরিশালে পোঠানো হয়েছে। তাদের উভয়ের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়।দুমকি থানার ওসি মনিরুজ্জামান জানান, চালক নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১ নিহত ও ১ জন আহত হয়েছেন। আহতকে বরিশাল নিয়ে গেছে।