যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যর মধ্য দিয়ে বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র শব-ই-মিরাজ পালিত হয়েছে। শব-ই-মিরাজ উপলক্ষে এশার নামাজের আগে ও পরে উপজেলার বিভিন্ন মসজিদে দিবসের তাৎপর্য নিয়ে মসজিদের খতিবরা আলোচনা করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলাম ধর্ম মতে, যে রাতে হযরত মুহাম্মদ (সাঃ) অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই রাত লাইলাতুল মিরাজ বা মিরাজের রজনী বা শব-ই-মিরাজ হিসেবে পরিচিত।
ইসলামের ইতিহাস অনুযায়ী, হযরত মুহাম্মদ (সা.) নবুয়াত প্রাপ্তির একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে হযরত জিবরাইল (আঃ)এর সঙ্গে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর আল্লাহর দিদার লাভ করেন। এই দিন আল্লাহর নির্দেশে মুসুল্লীদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে জমিনে প্রত্যাবর্তন করেছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।