মেইগো-এর বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০৭:৪৩ অপরাহ্ন
মেইগো-এর বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প স্থাপনের উপযোগী অর্থনৈতিক অঞ্চল আনুষ্ঠানিক উদ্বোধন, নতুন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং নতুন শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলায় বে অর্থনৈতিক অঞ্চল লিঃ এ অন্তর্ভুক্ত মিয়াগো (বাংলাদেশ) লিঃ এর বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় গাজীপুর প্রান্তে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার- গাজীপুর, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, মেইগো (বাংলাদেশ) লিঃ এর প্রতিনিধিগণ, সাংবাদিক প্রতিনিধিসহ সকল স্তরের জনসাধারণ। গাজীপুরের বে অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় ১৫০০ এর অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে। মেইগো (বাংলাদেশ) লিঃ এ বর্তমানে ৫০০ লোক কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ও রাজস্ব অর্জনে এই অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সকল স্তরের জনগণ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব