রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের দাফন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০৭:০৫ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের দাফন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হকএর দাফন সম্পন্ন হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পানিশ্বর মাঠে প্রশাসনের পক্ষে সালাম প্রদান করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন,সরাইল থানার এস আই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় মুক্তি যোদ্ধাগন সালাম প্রদর্শণ করেন। 

পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্বা নুরুল হক বুধবার ভোর চারটায় ঢাকার একটি হাসপাতালে  ইন্তেকাল করেন। শত শত মানুষের উপস্হিতে পানিশ্বর মাঠে। জানাযার শেষে পারিবারিক গুরুস্হানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব